Date : 29 October 2021
Diary game
সকাল
সকাল 7 টায় আলারাম দেয়া ছিল। Alarm এর শব্দে ঘুম ভেংগে গেছে ঠিকই কিন্তু alarm বন্ধ করে আবার শুয়ে পরেছিলাম। এর পর সাড়ে সাতটার দিকে বৃষ্টি কল করে ঘুম ভেংগে দিলো। ওকে আমি রাতে বলে রেখে ছিলাম আমাকে সকাল বেলা কলে করে উঠিয়ে দিতে। ওর কল পেয়ে ঘুম ভেঙে গেলো 20 সেকেন্ড ওর সাথে কথাও বলেছিলাম কি বলেছিলাম মনে নেই ঘুমের ঘোরে সব হারিয়ে গেছে। এর পর উঠে মুখ হাত ধুয়ে আমি কাপড় বদলে নিলাম। বাইরে পরীক্ষা হলে যাওয়ার জন্যে প্রস্তুত হলাম। 43 নম্বর বিসিএস পরীক্ষা তে আমার 7 জন একসাথে ফরম পূরণ করে ছিলাম। আমার আর ইভার পরীক্ষা কেন্দ্র একই জায়গায় পড়েছিল অন্য দিকে তামিম ভাই আর মেঘলার পরীক্ষা হল পড়েছিল আমাদের জগন্নাথ university এর সামনে। আমি বাসা থেকে বের হয়ে শঙ্কর বাস স্টপে যাই। সেখানে 2 মিনিট অপেক্ষা করতে না করতেই গুলিস্তানের বাস হাজির। আমি সেই বাসে গুলিস্তান পর্যন্ত গেলাম তারপর আবার সদর ঘাটের বাসে উঠলাম। আমাদের ইউনিভার্সিটি রে যাওয়ার direct কোনো বাস নেই। দুই বার বাস নিতে হয়। বাস বদলিয়ে আমি একবারে আমাদের university এর সামনে নেমে পড়লাম। ওখানে নেমে মেঘলাকে কল করলাম ওর আগেই সবাই সেখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে আমরা দুই আলদা আলাদা দল হয়ে আমি আর ইভা টিকাটুলী এবং মেঘলা ও তামিম ভাই বাংলা বাজারে নিজ নিজ পরীক্ষার হলে যাওয়ার জন্যে রিক্সা নিলাম। আমাদের সাথে ইভার ভাই সাগর ও এসে ছিল। পরীক্ষার হলের সামনে আমি আমার ব্যাগ, ওয়ালেট, মোবাইল সব সাগরের হতে দিয়ে দিলাম। এরপর পরীক্ষা হলে প্রবেশ করলাম আমি আর ইভা। সাগীর বাহিরে দাড়িয়ে থাকলো ব্যাগ হাতে করে।
দুপুর
পরীক্ষা মোটা মতি ভালোই হয়েছে। পরীক্ষা শেষ করে আবার আমি ইভা এবং সাগির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অসলাম। ওখানে মেঘলা আর তামিম ভাইয়াও আসল। সেখান থেকে আমরা একসাথে 3 টা রিকশা করে নাজিরা বাজার গেলাম হানিফ বিরিয়ানি খাওয়ার জন্যে। জুম্মার নামাজের কারণে আমাদের অনেক ক্ষন বসে থাকতে হয় সেখানে কারণ নামাজ চলা কালীন তারা খাবার পরিবেশন করেন না। এরপর আমরা বিরিয়ানি খেয়ে গুলিস্তানের রিক্সা নিলাম।
বিকেল
বিরিয়ানি হাউসে থেকে বের হতে না হতেই রিমন কল করে বললো তার ভাবী হপিটালে ভর্তি o positive blood লাগবে এক ব্যাগ। আমি বললাম আমি দিতে পারবো সমস্যা নেই। গুলিস্তান থেকে বাসা না গিয়ে আমি uber নিয়ে অ্যাড দিন হসপিটাল চলে আসলাম। এখানে এসে আমার blood এর cross matching করতে দিলাম। এইটার রিপোর্ট দিবে 4 টায়। এখন বাজে 3 টা এক ঘণ্টা কি করবো তাই এখন সোফায় বসে রিপোর্ট এর অপেক্ষা করছি এবং স্টিম it এর পোস্ট লিখতেছি। blood donate করা শেষ হলে uber নিয়ে সোজা বাসায় যাবো। বাসায় গিয়ে স্নান করে ঘুমিয়ে পড়বো ঘুম হয়নি ঠিক মত।