20-12-2021
Sunday
Dhaka, Bangladesh
আসসালামুআলাইকুম
আমি @rifat3 আশাকরি আল্লাহ তা'আলার রহমতে আপনারা সবাই ভালো আছেন।
সকাল
এখন প্রতিটি দিনই কমবেশি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হচ্ছে। আজও দিনটি ঠিক তেমনি ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হবে। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে অজু করে ফজরের নামাজ আদায়। তারপর নাস্তা করি। মোবাইল হাতে নিয়ে বিভিন্ন কাজকর্ম করি। এর মধ্যেই বাইরে যাওয়ার সময় হয়ে যায়। গ্রামের বাড়িতে যাব বলে কয়েকটা দিন ভালোই ব্যস্ততার মধ্যে কাটছে আমার। গ্রামের বাড়িতে যাব তাই সব কাজকর্ম গুছিয়ে মোটামুটি কেনাকাটা করে গ্রামের দিকে যাবার প্রস্তুতি নিচ্ছি। বাসা থেকে বের হই মার্কেটের যাবার উদ্দেশ্যে। কিছু কেনাকাটা আছে। আমার কাকা ও যাবে মার্কেটে আমার সাথে, তাই কাকার বাসার সামনে যে কাকাকে আসতে বলি, কাকা আসলে একসাথে যাই। মার্কেটে যেয়ে পছন্দমত জিনিসপত্র কেনাকাটা করি।
দুপুর ও বিকেল
Location: https://w3w.co/daffodils.shoelaces.vividvivid
কেনাকাটা করতে করতে অনেক সময় লেগে যায়। কেনাকাটা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দেই রিকশায় করে। আর কাকা চলে যায় কাকার অফিসে। বাসায় এসে, অজু করে জোহরের নামাজ আদায় করে নেই। তারপর কিছু সময় পবিত্র কোরআন তেলাওয়াত করি। যেহেতু আজ গোসলে দেরি হয়ে গেছে তাই, গরম পানি দিয়ে গোসল করে নেই। গোসল শেষ হতেই আসরের আযান দিয়ে দেয়, তারপর আসরের নামাজ আদায় করে দুপুরে খাবার খাই। খাবার খেয়ে বিশ্রাম নেই। ছাদে অনেক ঠান্ডা বাতাস থাকে তাই তাদের তেমন একটা বিকেলবেলা যাওয়া হয়না। মাগরিবের আজানের সময় হয়ে যায়।
সন্ধ্যা রাত
Location: https://w3w.co/daffodils.shoelaces.vividvivid
আযানের পর মাগরিবের নামায আদায় করে ল্যাপটপ নিয়ে বসে কিছু কাজকর্ম করবো বলে। কাজ শেষ করে নাস্তা করি। নাস্তার পরে মোবাইল হাতে নিয়ে বিভিন্ন কাজ করি। এরপরে অজু করে এশার নামাজ আদায় করে নেই। আবার মোবাইল হাতে নিয়ে স্টিমিটে প্রবেশ করি, এখানে কিছু কাজ করি। এরপর রাতের খাবারের সময় হয়ে যায়। খাবার খেয়ে দাঁত ব্রাশ করে ঘুমাতে যাই।
you have a beautiful day. a fun day.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Yes, thank you friend 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
By the blessing of Almighty, you have passed a good day
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit