আসসালামুয়ালাইকুম বন্ধুরা।
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিদিনের কনটেস্টে আজকে আমি আপনাদের সামনে ডাইরিগেম নিয়ে হাজির হয়েছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
শুরু করছি আজকের আমার নিত্যদিনের ডাইরিটি:
সকাল:
আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল নয়টার দিকে। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়েছিলাম। এরপর আমি সকালের নাস্তা খেয়েছিলাম। নাস্তা খাওয়া শেষ করে আমি শুয়ে ছিলাম। আজকে কোন কাজ নেই। আমি শুয়ে শুয়ে মোবাইল চালিয়েছিলাম। গতকালের খেলা নিয়ে ফেসবুকে পোস্ট দেখছিলাম বিভিন্ন।
বাংলাদেশের খেলা নিয়ে আলোচনা করছিলাম বিভিন্ন ফ্রেন্ডের সাথে। আমিও ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। এরপরে আমি মোবাইলে লুডু খেলেছিলাম। খেলা শেষ করে আমি একটু ব্যায়াম করেছিলাম। অনেকদিন থেকে ব্যায়াম করা হয় না তাই আমি ব্যায়াম করেছিলাম। ব্যায়াম করার পরে আমি সামান্য মধু খেয়ে ছিলাম।
দুপুর:
ব্যায়াম করলে শরীর অনেক ভালো থাকে। এরপর আমি গোসল করে ছিলাম। গোসল করা শেষ করে আমি দুপুরের খাবার খেয়েছিলাম। দুপুরের খাবার খাওয়া শেষ করে আমি আবার মোবাইলে গেম খেলা শুরু করেছিলাম। আমি মোবাইলে তিনটি টিমাপ লুডু গেম খেলেছিলাম। আগের মত লুডু খেলতে ভালো লাগে না। লুডু খেলায় অনেক কিছু চেঞ্জ হয়েছে। তাই আগের মত অতটা আগ্রহী হয় না খেলার। খেলা শেষ করে আমি বাহিরে বের হয়েছিলাম।
আকাশটা মেঘলা করে এসেছিল মনে হচ্ছে বৃষ্টি আসবে। কিছুক্ষণ পর কারেন্ট চলে গেল। আমার ফোনে তখন চার্জ ছিলনা। ভাবলাম আর মনে হয় কারেন্ট আসবে না। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। কিছুক্ষণ পর কারেন্ট আবার চলে এসেছিল। এরপর আমি মোবাইল চার্জে দিয়েছিলাম। চার্জে রেখে আমি মোবাইল চালিয়েছিলাম। সন্ধ্যা হলে আমি নাস্তা করেছিলাম। নাস্তা করা শেষ করে আমি মোবাইলে খেলা দেখেছিলাম। এরপর আবার আমি মোবাইলে গেম খেলেছিলাম।গেম খেলা শেষ করে আমি ইউটিউবে প্রবেশ করেছিলাম।
রাত:
ইউটিউব এ আমি নাটক দেখেছিলাম। নাটক দেখা শেষ করে আমি রাতের খাবার খেয়ে ছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আমি শুয়ে ছিলাম।লাইট অফ করে দেওয়ার পরে দেখি অনেক মশা কামড় দিচ্ছিল। তাই আবার লাইট জ্বালিয়ে মশা মেরেছিলাম। প্রতি রাতে মশা অনেক ডিস্টার্ব করে। মশারি দেওয়ার পরও শান্তি হয় না ঘুমিয়ে। এভাবে আমার আজকের দিনটি অতিবাহিত হয়েছিল।
সবাইকে ধন্যবাদ