27/10/2021
Tuesday, Bangladesh
আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
আজ আমি আগামীকালকের সারাদিনের কর্মকান্ডগুলো ডায়রি লিখার মাধ্যমে আপনাদের সামনে তুলেধরবো। আশা করি আমার আজকের ডেইরি গেমটি আপনাদের সবার ভালো লাগবে।
সকাল
সকাল ৭ টাঃ—
ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে, বাইরে বের হই হাটার উদ্দেশ্য। এরপর কিছুক্ষণ সময় হাটাহাটি করার পর খিচুড়ি খেতে যাই। এরপর ম্যাসে ফিরে এসে পড়তে বসি।
সকাল ১০ টা
১১ টায় প্রতিদিনের মতো কলেজে যেতে হবে,তাই আমি গোসল করতে গেলাম। গোসল করে ভাত খাই। এরপর কয়েক মিনিট রেস্ট নিয়ে কলেজ যাওয়ার জন্য ড্রেস পরে রেডি হলাম। এরপর বন্ধু সহ হেঁটে কলেজে গেলাম। তারপর আমাদের ক্লাস শুরু হয়। কয়েকদিন ধরে ভালো ভাবে ক্লাস হচ্ছে না। তাই আজ বন্ধু সহ কলেজে ঘুরে ঘুরে দেখলাম আর সেলফি তুললাম।
দুপুর
দুপুর ১ঃ টা ২০ মিনিট
ক্লাস শেষ হবার পর বন্ধুদের সাথে আড্ডা দেই।
।আজকে আমি ছাতা নিয়ে যাইনি, তাই আর হেঁটে আসলাম না, একটা রিকশা নিয়ে ম্যাসে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাই। খাওয়া শেষে মোবাইল নিয়ে শুয়ে পরি, এরপর কিছুক্ষণ সময় নিউজ দেখি, এরপর চোখে ঘুম আসছিলো তাই ঘুম যাই।
কলেজ ড্রেসে আমার ছবি
বিকাল
বিকাল ৪ টা ৪৫ মিনিট
বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হই। এরপর প্রতিদিনের মতো আজও বাইরে ঘুরতে বের হই। সিও বাজার বর্ডারগার্ড মার্কেটের আশপাশে ঘুরি। তো সন্ধ্যা হওয়ার পর ফুচকা খেতে যাই। ফুচকা খাওয়া শেষে আমরা সবাই ম্যাসে চলে আসি।
রাত
রাতে পড়তে বসি। সামনে পরিক্ষা তাই ভালো করি সব পড়া পড়ি। এর ফাকে ফেসবুকে নিউজফিড দেখি এবং মেসেঞ্জারে চ্যাটিং ও করি। এরপর রাতের খাবার খেয়ে ঘুমাই যাই।
সময় নিয়ে আমার ডেইরি গেমটি পড়ার জন্য সবাইকে,অনেক অনেক ধন্যবাদ!
♥️খোদা হাফেজ♥️
Best Regards:-
@mahmudul20