The Diary Game || Better Life || 14/10/2021

in hive-138339 •  7 months ago 

14/10/2021
Thursday, Bangladeshআসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

আজ আমি আমার,গতকালকের সারাদিনের কর্মকান্ডগুলো ডায়রি লিখার মাধ্যমে আপনাদের সামনে তুলেধরবো। আশা করি আমার আজকের ডেইরি গেমটি আপনাদের সবার ভালো লাগবে। • সকাল


 • সকাল ৭ টাঃ—
  ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি। এরপর হাঁটতে হাঁটতে ক্যানেলের ব্রীজে চলে যাই।সেখানে দেখলাম অনেক লোক আসছে। তো অনেকদিন পর ব্রীজের পারে গিয়ে অনেক ভালো লাগলো, আজকের আবহাওয়া অনেক ভালো ছিলো।

  IMG_20210910_174326440_AI-02.jpeg

  ক্যানেলের ব্রীজ

  সকাল, ১০.০০ টা
  আম্মু ডাকলো ভাত খাওয়ার জন্য। বাড়ির সবাই মিলে এক সাথে খেলাম। এরপর ফ্রি-ফায়ার খেলা শুরু। বাড়িতে এসে কোনো বন্ধু নাই, একাই ভালো লাগছিলো না, তাই একটা মুভি ডাউনলোড দিয়ে দেখলাম। • দুপুর


 • দুপুর ১.০০ টা
  কারেন্ট চলে গেছে তো আসার কোনো খবর নাই, খুব গরম লাগছিলো তাই তাড়াতাড়ি গোসল করে ফেলি।

  **দুপুর ২ টা **
  গোসল শেষে ভাত খাই। এরপর মোবাইল টা নিয়ে শুয়ে পড়লাম। কিছু সময় ফেসবুকের সাম্প্রতিক ভাইরাল ভিডিও দেখি। এরপর চোখে ঘুম চলে আসে, তাই ঘুম যাই। • বিকাল


 • বিকাল ৫ টা

  ঘুম থেকে উঠে ফ্রেশ হই। এরপর বাইরে বের হলাম। এরপর আব্বু মোটরসাইকেল টা নিয়ে বাজার যেতে বললো। তো আমি ব্যাগ নিয়ে বাজার গেলাম। সব বাজার করলাম, এরপর আমার এক বন্ধু কে দেখতে পেলাম, তার সাথে কথা বলতে বলতে সন্ধ্যা পার হয়ে যায়।

  IMG_20211012_204344097_AI-01.jpeg

  বাজার থেকে আসার পথে • রাত


 • সন্ধ্যা ৭.৩০ মিনিট

  বাড়িতে এসে ফ্রেশ হয়ে, হাল্কা নাস্তা করি। এরপর মোবাইলে টা নিয়ে কিছুক্ষণ গেম খেলি। এরপর ৮ বাজে আইপিএল খেলা শুরু হয়। তখন মোবাইলের টিভি চালু করে খেলা দেখা শুরু করি। আজকে কলকাতার সেমিফাইনাল ম্যাচ রয়েছে।

  রাত ৯ টা

  আম্মু ভাত খাওয়ার জন্য ডাকলো। এরপর তাড়াতাড়ি ভাত খেয়ে খেলার বাকি অংশ দেখে ঘুম যাই।

  Screenshot_20211014-192558.png

  Screenshot  সময় নিয়ে আমার ডেইরি গেমটি পড়ার জন্য সবাইকে,অনেক অনেক ধন্যবাদ!  ♥️খোদা হাফেজ♥️
  Best Regards:-
  @mahmudul20

  Authors get paid when people like you upvote their post.
  If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
  Sort Order:  

  সুন্দর লিখেছেন তবে প্রথম ছবিটাও অনেক সুন্দর ছিল।

  অনেক সুন্দর হয়েছে ভাই