বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আমি ঠিকভাবে একটিভ থাকতে পারছি না। বিভিন্ন ধরনের অসুবিধার জন্য আমি সঠিকভাবে পোস্ট করতে পারছি না। তবে আজ আমি আর একটি নতুন কবিতা আপনদের সাথে শেয়ার করবো। এই কবিতাটি আমি দুইদিন আগে লিখেছিলাম। সময় সুযোগের অভাবে শেয়ার করতে পারিনি। মানুষের জীবন কতটা বিচিত্র। মানুষের কখন কিভাবে কোনদিকে মোড় নেয় তা কেউই আগে থেকে বুঝতে পারে না।আমার জীবনটা বদলে গেছে
তার সান্নিধ্যে এসে। আজকের কবিতাটি ও আমার প্রিয় মানুষটিকে উদ্দেশ্য করে লিখেছি। আপনারা সকলে জানেন আমি কবিতা লিখার অনুপ্রেরণা আমি তার কাছ থেকে পাই। এই মানুষটি যদি আমার জীবনে না থাকতো তাহলে হয়তো কবিতার "ক" টুকু লিখতে
পারতাম না। আমি জানি না কত টুকু লিখতে পারি তবুও চেষ্টা করি।আমি তার মতো এত ভালো লিখতে পারিনা। তারপর ও আপনারা সকলে যখন ভালো বলেন তখন ভাবি হয়তো একটু হলেও লিখতে পারি।আর না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে ফিরে যাই।আশা করি আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
"ফুলের বাগিচায় শুধু তুমি আমি"
আজ কবিতা মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবো কথা আমরা সারাক্ষণ
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের আশা।
আমাদের প্রেম বেঁধে ছিলাম রঙিন ফুলের মালায়
দুজন মিলে ঘুরে বেড়াবো ভরা পূর্ণিমার আভায়।
তোমার হাতে আমার হাতটি থাকবে যখন মিশে
ফুলের গন্ধ আসবে তখন ভরা পূর্ণিমার দেশে।
তুমি হাসবে ,আমি হাসবো, হাসবে চাঁদের বুড়ি
দুজন মিলে বাস করবো তখন প্রেমেরই রাজ্যে।
কালো চোখের চাহনিতে মায়া যে কত তোমার
তোমার ওই চুলের মায়াতে হারিয়ে যাই বারবার।
কত কথা জমা আছে মনের মনিকোঠায়,
বলবো কথা দুজন মিলে বসে ফুলের বাগিচায়।
তোমার মধ্যেও জাদু আছে তাইতো করেছে আমায় মাত,
তাইতো তোমার সাথেই থাকতে চাই, ছাড়তে চাই না হাত।
এই জাদুর ছোঁয়া যেন কভু না হয় শেষ,
যাচ্ছে দিন, কাটছে বিকাল, ভালোই আছি তো বেশ!
কি যে বকি আবোল তাবোল তোমার ছোঁয়াতে এলে,
তোমার গন্ধে স্নিগ্ধ থাকি সকল আবেগ ফেলে।
ফুলের বাগিচায় হয়তো দুজনের সব মনের কথাই বলা শেষ। আর এই মনের মিলন এর কারণেই এতো বেশি ভালোবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদিভাই এই লেখাগুলোর মাঝে যে কতখানি ভালোবাসা লুকিয়ে আছে , যে একবার ভালোবেসেছে সেই বুঝবে 😊। শুরুতেই কিছু চমৎকার কথা বলেছেন। দাদার জন্য কবিতার খাতায় লেখাটা শুরু। আমার নিজেরও মনে হয়, ভালোর সাথে ভালোর মিলনটা যদি সার্থক ভাবে হয়ে যায় তাহলে পরবর্তী ফসল গুলোও পরিপূর্ণ রূপ পায় এবং পোক্ত হয়। আর যেটা আপনারা দুজন দুজনকে সব সময় দিয়ে চলেছেন। এই পূর্ণিমার রাত টা যেন কখনো শেষ না হয়। সারাটা জীবন এভাবেই চলতে থাকুক। জাদুকরের জাদুর কাঠি অমরত্ব পাক দিদিভাই ❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকাল বৌদির লেখাগুলো খুব বেশী মিস করি, আগের মতো দারুণ স্বাদের রেসিপিগুলো আর দেখা হয় না, কবিতাগুলোর অনুভূতি আর জানা হয় না।
এই লাইনগুলো সত্যি অনবদ্য ছিলো, দারুণ একটা আবেগ ফুটে উঠেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া চেষ্টা করবো আগের মতো নতুন নতুন রেসিপি শেয়ার করার। আমি ব্যাক্তিগত সমস্যার মাঝে আছি। আশীর্বাদ করেন সবকিছু যেনো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবং আগের মতোই আপনাদের মাঝে আসতে পারি। আপনাকে ও অসংখ্য ধন্যবাদ এতোটা প্রশংসা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনি খুব সুন্দর করে লাইন দুটি মিলিয়ে লিখেছেন। কবিতার মধ্যে আপনি খুব সুন্দর করে আপনার মনের কথাগুলো ,আপনার ভালোবাসা তুলে ধরেছেন। আপনি সব সময় মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কবিতা উপহার দেন। একটু না বৌদি আপনি বরাবরই খুব ভালো লেখেন কবিতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনি যে কবিতাটি লিখেছেন জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে। একটি লাইনের সাথে অন্য একটি লাইন আপনি খুবই সুন্দরভাবে ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন।যার জন্য কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য। আপনার লেখা পরবর্তী কবিতার জন্য অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার 'ক ' শেখার জন্য সত্যিই কোনো মাধ্যম দরকার। নিজের আত্মিক অনুভূতি না পেলে কবিতার একটা লাইনও হয়তো মন থেকে বেরোবে না। দাদার উদ্দেশ্যে লেখা এই কবিতা গুলো বারে বারে তোমার আর দাদার মধুর সম্পর্কের পরিচয় দেয়। কতো টা স্নিগ্ধ ভালোবাসা!
নীচের এই লাইন দুটো মন ছুঁয়ে গেছে বৌদি। দুজন খুব ভালো থেকো সারাজীবন। অনেক ভালোবাসা তোমাদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি দারুন একটি কবিতা রচনা করেছেন আমাদের মাঝে। আপনার কবিতার প্রতিটা লাইন আমাকে মুগ্ধ করে। প্রেমের এই কবিতাগুলো আমার ভীষণ ভালো লাগে। কবিতা লিখতে গেলে অনেক সৃজনশীল হতে হয় মনের গভীরে শব্দের পর শব্দ তৈরি করতে হয় যা সবার পক্ষে সম্ভব নয়।ভালোবাসা নিবেন দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার মতো মানুষ পাওয়া কঠিন। উনি শুধু আপনার না আমাদের অনেকেরই লেখার অনুপ্রেরণা। এবং এমন একজন গুণী মানুষের সাথে থাকলে যে আপনিও ভালো কিছু করবেন এটাই স্বাভাবিক। কবিতা টা অনেক সুন্দর লিখেছেন। ফুল বাগানে তুমি আমি। ধন্যবাদ বৌদি আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর একটি কবিতা আজকে আমাদের উপহার দিলেন। ফুল নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন, পড়ে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি কবিতা লিখেছেন। আপনার কবিতায় প্রশংসা তো আমরা করেই যাই ।আর তার সাথে সাথে দাদা নিজেও আপনার খুব প্রশংসা করে। গত হ্যাংআউটে দাদা আপনার কবিতার কথা বলেছিল। খুব সুন্দর কবিতা লিখেন ।এমনকি আমাদেরও খুব ভালো লাগে।আর আজকের কবিতাটিও বেশ ভালো ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো দাদার কবিতার মতই ভীষণ সুন্দর হয়।
আজকের কবিতার প্রতি লাইনই সুন্দর তবে বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বৌদি অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন বৌদি আপনার কবিতা বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতা পড়ে আমি অনুপ্রাণিত হয়ে এখন মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি। ধন্যবাদ বৌদি এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে আশা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্!! অসাধারণ কবিতায় আপনি লিখেছেন।পুরো।কবিতায় জুড়ে কত আবেগ আর কত ভালোবাসা বিদ্যমান তা কবিতাটি পড়েই বুঝতে পেরেছি।আপনার লেখার পিছনে দাদার অনুপ্রেরণা দাদার হাত দরে আপনি আর ও বহুদূর এগিয়ে যাবেন একদিন এটাই কামনা করছি।সর্বশেষ ভালো লাগলো আপনার ফুলের বাগিচা শুধু তুমি কবিতাটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা মনের খোরাক জোগায়।বৌদি কবিতাটি নিশ্চয়ই দাদাকে উৎসর্গ করে লিখেছেন। কারণ এমন ভালোবাসা ময় মুহুর্ত দাদার সাথেই কাটানো সম্ভব। অসাধারণ লিখেছেন। এলদম হৃদয় ছুঁয়ে গেল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ভালোবাসা অমলিন থাকুক, এই কামনাই করি বৌদি । সুখে থাকুন সর্বদাই দাদা কে নিয়ে । তবে এইটা সত্য কথা, দাদার মাধ্যমে আমরাও দিন দিন কবিতা লেখার সাহস পাচ্ছি ও চেষ্টা করছি । এক কথায় দুই দাদা আমাদের গল্প ও কবিতা লেখার ক্ষেত্রে অনেকটা অনুপ্রেরণার মতো ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আসলেই আপনি এখন সময় একটু কম দিচ্ছেন,হয়তো ব্যস্ততার জন্য।অনেক দিন পর একটি সুন্দর একটি কবিতা লিখেছেন। খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করি জাদুর ছোঁয়া হবেনা কোনদিন শেষ, অমৃতবত হয়ে থাক এই জাদুর রেষ।
জাদু আর জাদুতে টক্কর খেয়ে জ্বলে উঠেছে বাতি,
দুজনের মনে বাসা বেঁধে গেছে স্বর্গীয় জ্যোতি।
ছোঁয়াটা যখন পরশপাথরের নিরাশ হবার কিছু নাই।
দু পাথরের ঘর্ষণে স্বর্গীয় সুখ থাকবে যে সদাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি কবিতা আমার ভালো লেগেছে। আরও এরকম কবিতা চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনার প্রিয় মানুষটির মতো একটি মানুষ থাকলে জীবনে আর কিছুই লাগে না তার অনুপ্রেরণাতেই আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসেন। আজকে আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে নিচের লাইন গুলো অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit