আমরা পাওয়ার বৃদ্ধি করা কে ভালোবাসি। আর এই ভালোবাসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। পাওয়ার বৃদ্ধি মানেই নিজের স্টিমেট একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনার একাউন্টের পাওয়ার যত বৃদ্ধি পাবে আপনার ভোটিং ভ্যালু ততই বৃদ্ধি পাবে। একটি পর্যায়ে যেয়ে আপনি @Heroism এর মত প্রজেক্টগুলোতে ডেলিগেশন করে ডেইলি ভোটিং সাপোর্ট পেতে পারবেন। এছাড়াও আপনার পছন্দের কনটেন্টে আপনি ভ্যালুয়েবল ভোট দিতে পারবেন। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমাদের কমিউনিটি তে টার্গেট ডিসেম্বর সিজন ১ শেষ হয়ে টার্গেট ডিসেম্বর সিজন ২ শুরু হয়েছে। প্রতি সপ্তাহে প্রায় ২০ থেকে ৩০ জন পার্টিসিপেন্ট নিজেদের একাউন্টের পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে টার্গেট ডিসেম্বর ইনিশিয়েটিভে পার্টিসিপেট করছেন। ৬ মাস আগে থেকে যাঁরা নিয়মিত পাওয়ার বৃদ্ধি করে আসছিলেন (হোক সেটা অল্প) তারা এখন অনেকগুলো এস.পি'র মালিক হয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়েই একটি মরুভূমি তৈরি হয়।
আমাদের কমিউনিটির ইউজারদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা উইকলি রিনিউয়েবল একটি কনটেস্ট চালু করতে যাচ্ছি। টার্গেট ডিসেম্বরের মেইন উদ্দেশ্য হল ডিসেম্বর মাস পর্যন্ত একটি টার্গেট ফিক্স করে সে টার্গেট অনুযায়ী পাওয়ার বৃদ্ধি করে এগিয়ে যাওয়া। টার্গেট ডিসেম্বর কে ভিত্তি করে এই কনটেস্ট চালু করার সুবিধা হল, ইউজাররা এখনো তাদের টার্গেট অনুযায়ী অগ্রসর হবে কিন্তু তাদের একাউন্টে পাওয়ার বৃদ্ধি করার কারণে তারা পুরস্কৃত হবে।
নিম্নে পাওয়ার বৃদ্ধি কনটেস্ট এর নিয়মাবলী উল্লেখ করা হলঃ-
যেভাবে আপনি পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করবেনঃ
সপ্তাহে একবার পাওয়ার আপ করে সেটি দিয়ে পোস্ট করতে পারবেন। একাধিকবার পাওয়ার আপ করার ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট করা যাবে না। (একজন ইউজার যতবার খুশি ততবার পাওয়ার আপ করতে পারবে কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র একবার পাওয়ার আপ করে উক্ত ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট তৈরী করতে পারবে)
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
>আপনি এভাবেও উল্লেখ করতে পারেন। [ss From @kawsar ]
সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড। (টার্গেট ডিসেম্বরের জন্য যেকোনো এমাউন্ট কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য মিনিমাম ৫০ স্টিম)
কনটেস্ট অংশগ্রহণ করতে হলে আপনার ওয়ালেট এ minimum-50 স্টিম পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups ( @steemcurator01 থেকে সাপোর্ট পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে যদি #club5050 ট্যাগ ইউজ করেন)
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
যেভাবে বিজয়ী নির্বাচন করা হবেঃ-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করবেন, সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হবে। যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করবে তাদের সবার মধ্যে যার পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি হবে সেই উইনার হবে।
উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
পুরস্কারে যা থাকছেঃ-
অবস্থান | পুরস্কার | . |
---|---|---|
১ | ২০ STEEM | |
২ | ১৮ STEEM | |
৩ | ১৫ STEEM | |
৪ | ১০ STEEM | |
৫ | ৭ STEEM | |
৬ | ৫ STEEM |
কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর:
কমিউনিটির সকল এডমিন এবং মডারেটর।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

অনেক তথ্যবহুল পোস্ট, তবে আমি আজকে না জেনে ২০ স্টিম পাওয়ার আপ করছি কেননা আমরা কোন পাওয়ার ছিল না।পরবর্তীতে ইনশাআল্লাহ সব কিছু মাথায় রেখে পাওয়ার আপ পোস্ট করব।ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং পাওয়া বৃদ্ধি করে নিজের শক্তি বৃদ্ধি করব। নতুন প্রতিযোগিতার বিষয় জানতে পেরে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ ধারাবাহিকতার সাথে কাজ করে যাবো।এবং নিজের সামর্থ প্রমাণ করে নিজের সক্ষমতা আরো বৃদ্ধি করবো।🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুমন ভাই এমন একটি কন্টেস্ট এর ব্যবস্থা করার জন্য। সত্যি অসাধারন। আমি আমার টার্গেট ডিসেম্বর সিজন-২ এ লক্ষ্য রেখেছি। আশা করি সেই লক্ষ্যে পৌছাতে পারবো শিগ্রই। এতে আপনাদের সবার সাপোর্ট প্রয়োজন। আশা করি সবাই পাশে থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
৫০ এর অধিক ডলফিন পাওয়া যাবে এটা মুটামুটি নিশ্চিত এবং আমি আশা করছি ১০০ জন আমরা ডলফিন পেতে পারি বছর শেষে এবং এটি মোটেও অসম্ভব কোন ব্যাপার নয়। সবাই নিজেদের জায়গা থেকে নিয়মিত পাওয়ার আপ এর কাজটি করে যেতে পারলেই হবে। ধন্যবাদ চমৎকার এই আয়োজনের জন্য এবং আশা করছি আমরা বছর শেষে অনেকের ডলফিন হওয়ার সেলিব্রেশন করতে পারব। আমি নিজেও ডাবল ডলফিন এর টার্গেট নিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি প্রতিযোগিতা । পাওয়ার আপ মানেই নিজের কাজের ক্ষমতা এই সাইটে বৃদ্ধি করা । দীর্ঘস্থায়ীভাবে কাজ করার মন মানসিকতা তৈরি করা । অবশ্যই পাওয়ার আপ করব ।ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের সামনে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুযোগ পেলে আমিও করব।এটা একটা ভাল উদ্যোগ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। পাওয়ার আপ আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটির সুযোগ পাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit