আসসালামু আলাইকুম,
আমি লাবিবা সুলতানা (@labibasultana) আমি ঢাকা বাংলাদেশ থেকে আছি। আমার পরিচিত পোষ্ট চাইলে দেখে নিতে পারেন।
১. জুম লেন্সের ব্যবহার?
২. জুম লেন্স আপনি কিনবেন কিনা?
৩. জুম লেন্স আর প্রাইম লেন্সের ২ টি পার্থক্য?
জুম লেন্স কি?
- জুম লেন্স হলো এমন একটি লেন্স যার সাহায্যে আপনি দূরের ছবি তুলতে পারবেন সেখানে না গিয়ে। জুম লেন্স দেখতে সাধারনত অনেক বড় হয়।
জুম লেন্সের ব্যবহার কেন করা হয় এবং কারা করে?
- জুম লেন্সের ব্যবহার করা হয় দূরের কোন জিনিস সুস্পর্শ ভাবে ছবি তোলার জন্য। জুম লেন্সের কারনে আপনি যেটার ছবি তুলতে চাইবেন সেটার কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি দূর থেকেই তুলতে পারবেন।
- জুম লেন্স বিয়ে বাড়িতেও ব্যবহার করা হয় এখন বলি কেন করা হয় -
১. অনেক মানুষজন থাকে তার মধ্যে এতো মানুষজন ঠেলে যাওয়ার থেকে দূর থেকে ছবি তোলাই ভালো।
২. জুম লেন্সে ফোকাল লেন্থ ভালো হয়।
৩. আপনি জুম লেন্সের মাধ্যমে কাছে না গিয়ে অসাধারন কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পারবেন। - যারা পশুপাখি অর্থাৎ প্রানীর ছবি তুলতে চান তাদের জন্য এটি বিশেষ এক জিনিস -
১. কোন হিংস প্রানীর ছবি তোলার জন্য আপনি কখন কাছে যেতে পারবেন না আপনাকে দূর থেকেই তুলতে হবে।
২. পাখির ছবি তুলতে গেলে পাখি উড়ে যেতে পারে তাই দূর থেকে তোলা ভালো। - আপনারা যে কোন খেলা খেলোয়াড় দের এতো কাছে থেকে টিভিতে দেখতে পান সেটাও কিন্তু জুম লেন্সে তোলা। আপনি কখন সামনাসামনি খেলা দেখতে গেলে একটু খেয়াল করলে দেখবেন এক জায়গায় বসে সে লাইভ দেখাতে থাকে।
জুম লেন্স আর প্রাইম লেন্সের পার্থক্য নিচে দেওয়া হলো -
জুম লেন্স | প্রাইম লেন্স |
---|---|
১.জুম লেন্সের আকার অনেক বড় হয়ে থাকে | ১.প্রাইম লেন্স আকারে অনেক ছোট হয়ে থাকে |
২. জুম লেন্স দূর থেকে ছবি তোলা যায় | ২. দূর থেকে ছবি তোলা যায় না কাছে গিয়ে ছবি তুলতে হয়। |
জুম লেন্স কিনবো নাকি প্রাইম লেন্স?
- আপনি কি কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি বলেন এটা মধ্যে কোনটা কিনা ভালো হবে তাহলে বলবো আপনি যে কিট লেন্স নিবেন সেটাও কিন্তু জুম লেন্স। প্রাইম লেন্স জুম করতে না পারার কারনে এটা অনেকেই কিনতে চান না। জুম লেন্স অনেক ভারী হয় কিন্তু এইদিকে প্রাইম লেন্সের তেমন একটা ভার নেই বলেই চলে। আপনি যদি Wild life Photography করেন তবে আপনার জন্য এটা নেওয়ার পরামর্শ থাকবে।
আমার আগের পোষ্টে কিট লেন্স আর প্রাইম লেন্সের তফাত বা পার্থক্য বলে ছিলাম চাইলে দেখে নিতে পারেন।
photo | details |
---|---|
📸 Device | Canon 2000D |
🌍 Location | Dhaka,Bangladesh |
লেন্স অনেক ধরনের হয় মাইক্রো লেন্স, ফিস আই লেন্স, প্রাইম লেন্স,জুম লেন্স ইত্যাদি।
আপনাদের যদি অন্য কোন লেন্স সম্পর্কে জানার আগ্রহ থাকে মন্তব্যে জানিয়ে দিতে পারেন।আমার ভুল গুলো ধরিয়ে দেওয়ার অনুরোধ করবো।
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
নমস্কার,আদাব
"আসসালামু আলাইকুম"
"আসসালামু আলাইকুম"
দুইটি লেন্সের অসাধারণ পার্থক্য এবং বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। যা ফটোগ্রাফারদের জন্য খুবই জরুরী একটি বিষয়। যেটি দ্বারা আমরা সহজেই লেন্স এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি।
অনেক অনেক ধন্যবাদ লেন্স সম্পর্কিত অসাধারণ তথ্য গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য শেয়ার করার জন্য আমার বাংলা ব্লগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ ❤️আমার লেখা পড়ার জন্য ভালো থাকবেন 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভকামনা রইল সবসময় এর জন্য। দোয়া রাখবেন ইনশা-আল্লাহ আমরা সকলেই একসাথে আমাদের জার্নিতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাইম লেন্স এবং জুম লেন্সের মধ্যে পার্থক্য গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ব্যবহারকারীর উপর নির্ভর করে লেন্স কেনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে জুম লেন্স বেশি বেটার। লেন্স নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া ❤️ আসলে লেন্স কিনা সেটা নির্ভর করে কে কি করবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit