অও,সাথী আপুকে সম্মান জানিয়ে চমৎকার কবিতা লিখেছেন দাদা।পড়ে ভালো লাগলো।
একটি শুভ্র সকালে তোমার দুয়ারে
আমি রিক্ত হস্তে দাঁড়িয়ে
একটু ছন্দ চাই একটু শব্দ ধার
তুমি কবি তুমি আনন্দে আধার।
শেষের চার লাইন খুবই ভালো লেগেছে আমার কাছে।এছাড়া সমগ্র কবিতা জুড়ে গভীর এক কবি মন,কবিতার ছন্দ ইত্যাদি ফুটে উঠেছে।ধন্যবাদ দাদা।