যে শহরের কোনো ভালোবাসা নেই
সেই শহরে আমি কবিতা খুঁজে বেড়াই
যদি একটা ছন্দ আর একটু নিঃশ্বাস পাই,
এই নিষ্ঠুর শহরের বুকে ও বাঁচা যায়।
- সত্যি দাদা আপনার কবিতাগুলো যতই পড়ি ততই যেন মন শীতল হয়ে আসে। আপনি অনেক সৃষ্টিশীল ছন্দ দিয়ে আপনার কবিতাগুলো সাজিয়ে তোলেন যা পড়তে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।